হিংসার আশঙ্কায় রবিবার অমরনাথ যাত্ৰা স্থগিত রাখে প্ৰশাসন

হিংসার আশঙ্কায় রবিবার অমরনাথ যাত্ৰা স্থগিত রাখে প্ৰশাসন
Published on

জম্মুঃ অমরনাথ তীর্থযাত্ৰীদের রবিবার অমরনাথে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি,বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীর উপত্যকায় বনধ ডাকায়। খবর পুলিশ সূত্ৰের। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি কাশ্মীর উপত্যকায় এই বনধের ডাক দেয়। ২০১৪ সালের এই দিনে অনন্ত নাগ জেলার কোকারনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছিল বুরহান ও তার দুই সহযোগী। হিংসার আশঙ্কায় প্ৰশাসন এদিন তীর্থযাত্ৰীদের অমরনাথের পথ থেকে ফিরিয়ে দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com