কলকাতাঃ আগামি ১০ নভেম্বর ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব(কেআইএফএফ)শুরু হচ্ছে। চলচ্চিত্ৰ উৎসব উদ্বোধন করবেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেতা তথা সুপারস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্ৰ জগতের আরও এক সুপারস্টার শাহরুখ খান সহ রুপোলি পর্দার বহু বিশিষ্ট শিল্পীর উপস্থিতিতে অমিতাভ উৎসব উদ্বোধন করবেন। ২৪তম চলচ্চিত্ৰ উৎসবে অস্ট্ৰেলিয়া ফোকাস কান্ট্ৰি হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোক্তারা শনিবার একথা জানিয়েছেন।
মহানগরের ১৬টি অডিটরিয়াম ও হাওড়ায় ১৭১টি কাহিনি চিত্ৰ,১৫০টি স্বল্প দৈর্ঘের ছবি ও ৭০টি দেশের তথ্যচিত্ৰ প্ৰদর্শন করা হবে উৎসবে। ১৯৬৭ সালের বাংলা ছবি ‘এন্টনি ফিরিঙ্গি’ দিয়ে উৎসব শুরু হচ্ছে আটদিনের এই চলচ্চিত্ৰ উৎসব।
অমিতাভ বচ্চন ছাড়াও থাকছেন ইরানের চলচ্চিত্ৰ পরিচালক মজিদ মাজিদি,এবং অস্ট্ৰেলিয়ান ডিরেক্টর সিমন বেকার,জিল বিলকক ও ফিলিপ নয়সি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। সঞ্জয় দত্ত,জয়া বচ্চন,ওয়াহিদা রহমান,নন্দিতা দাস উপস্থিত থাকছেন উদ্বোধন পর্বে। একথা জানিয়েছেন যুব ও ক্ৰীড়া মন্ত্ৰী এবং কেআইএফএফ-এর মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস।