Begin typing your search above and press return to search.

অগপ-বিজেপি মধুচন্দ্রিমা কোন দিকে ?

অগপ-বিজেপি মধুচন্দ্রিমা কোন দিকে ?

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Dec 2018 1:07 PM GMT

গুয়াহাটি ,১০ ডিসেম্বর ;পঞ্চায়েত ভোট এবং নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ -কে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি-অগপ-র মধ্যে রাজনৈতিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে । এমনকি ওই দুই দলের মধ্যে মিত্রতায় চিড় ধরতে শুরু করেছে । বেশ কয়েকদিন ধরেই ওই দু দলের নেতৃত্বের মধ্যে বিবৃতির লড়াই শুরু হয়েছে ।

শুধু তাই নয়,সমগ্র বিষয় নিয়ে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছেন অগপ নেতৃত্ব । এরপরই সোমবার রাজ্য বিজেপি-র সভাপতি রঞ্জিতকুমার দাশ গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক ডেকে জানান ,আগামী ১৩ ডিসেম্বর দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় কার্যনির্বাহী বৈঠক হচ্ছে । সেখানে সামগ্রিক বিষয় তুলে ধরা হবে। এমনকি মিত্রতার বিষয়টিও উঠে আসবে ওই বৈঠকে।

কেননা অগপর সাথে মিত্রতা থাকবে কিনা সেটা নির্ভর করছে দলীয় নেতৃত্বের ওপর । এমনটাই নানান দাশ । তার কথায়অগপ-কংগ্রেস আঁতাত হলে বিজেপি লাভবান হবে । কিন্তু অগপ -কংগ্রেস কোনোদিন মিত্রতা হবে না । অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালই ফল করবে ওলে তিনি আশাবাদী । উল্লেখ্য ,আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দলের রাষ্ট্রীয় কার্য্যনির্বাহীতে ঠাই পাবে বলেওমন্তব্য করেন রঞ্জিত ।

Next Story
সংবাদ শিরোনাম