Begin typing your search above and press return to search.

অগপ-বিজেপি সম্পর্ক ছিন্ন হওয়ায় কংগ্ৰেস লাভবান হবে,মনে করছেন বিজেপি বিধায়করা

অগপ-বিজেপি সম্পর্ক ছিন্ন হওয়ায় কংগ্ৰেস লাভবান হবে,মনে করছেন বিজেপি বিধায়করা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Jan 2019 1:11 PM GMT

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)ও বিজেপির মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় পরবর্তী পর্যায়ে বিজেপি বিধায়কদের একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক জীবন নিয়ে শঙ্কার প্ৰহর গুণছেন। বিজেপি বিধায়কদের এই গোষ্ঠী মনে করছেন বিজেপি ও অগপ যদি কোনওরকম আঁতাত ছাড়া রাজ্য নির্বাচনে লড়ে তাহলে তাতে শুধু কংগ্ৰেসের ভিতই উর্বর হবে।

বিজেপি বিধায়কদের এই গোষ্ঠী বলতে চাইছেন যে রাজ্যে ২০১৪-র লোকসভা ও ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্ৰেস হেরে গিয়েছিল। তবে সেবার রাজ্যের লোকসভা ও বিধানসভার সব আসনেই লড়েছিল তারা। রাজ্যের সাম্প্ৰতিক পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্ৰেস দ্বিতীয় স্থান পেয়েছিল। তাঁরা বলেন,পঞ্চায়েত ভোটে দ্বিতীয় স্থান পেলেও বিজেপি-র সঙ্গে তাদের দূরত্ব খুব বেশি ছিল না। ৪২০ জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ২১২টিতে। কংগ্ৰেস জয়ী হয় ১৪৭টি আসনে অর্থাৎ শাসক দলের চেয়ে মাত্ৰ ৬৫টি আসন কম পেয়েছিল কংগ্ৰেস। এই সব বিধায়করা মনে করেন,২০১৬-র বিধানসভা নির্বাচনে প্ৰাক নির্বাচনী আঁতাতের জন্যই অগপ-বিজেপি জোট কংগ্ৰেস বিরোধী ভোটে থাবা বসাতে সফল হয়েছিল। তাই এই সব বিধায়করা মনে করেছেন অগপ-বিজেপি জোট ছিন্ন করাটা ঠিক হবে না। কয়েকজন বিধায়ক বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন।

এদিকে অগপ-র কিছু বিধায়ক মনে করেন অগপ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় আখেরে কংগ্ৰেসই লাভবান হবে। লোকসভা নির্বাচন খুব কাছেই। তাই এই নির্বাচনে শেষপর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষ্যণীয় ব্যাপার।

Next Story
সংবাদ শিরোনাম