Begin typing your search above and press return to search.

অটলজির মৃত্যুতে অবসান ঘটলো একটা যুগেরঃ মোদি

অটলজির মৃত্যুতে অবসান ঘটলো একটা যুগেরঃ মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Aug 2018 11:00 AM GMT

নয়াদিল্লিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারি বাজপেয়ীর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটলো। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বৃহস্পতিবার প্ৰয়াত নেতার প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে শোক বার্তায় একথা বলেন। মোদি বলেন,প্ৰতিজন ভারতীয় এবং প্ৰত্যেক বিজেপি কর্মী বাজপেয়ীর দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে চলবে।

একগুচ্ছ টুইটে মোদি বলেছেন,বাজপেয়ীর মৃত্যুতে তিনি বাকরুদ্ধ। অজস্ৰ স্মৃতি ও অনুভব তাঁর মনে তুফান তুলেছে। ‘আমি বাকরুদ্ধ,এই মুহূর্তে কিছুই ভাবতে পারছি না,শুধু স্মৃতিগুলো দমকা বাতাসের মতো আমার হৃদয় মনে আলোড়ন তুলছে। আমাদের সবার শ্ৰদ্ধেয় অটলজি আর নেই। জীবনের প্ৰতিটি মুহূর্ত দেশের সেবায় উৎসর্গ করেছিলেন তিনি। তাঁর বিদায়ে একটা যুগের অবসান ঘটলো’-বলেন মোদি। ‘অটলজি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু প্ৰত্যেক ভারতীয় ও বিজেপি কর্মী তাঁর আদর্শে অনুপ্ৰাণিত হবে,তাঁর নির্দেশনায় দিশা পাবে পথ চলার। এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়। তাঁকে যারা মন থেকে ভাল বেসেছেন তাঁরা প্ৰত্যেকে যেন এই দুঃখের মুহূর্তে শান্তি ও শক্তি পান। ওম শান্তি-বলেন মোদি।

Next Story
সংবাদ শিরোনাম