অনুপ্ৰবেশকারীদের বিরুদ্ধে দেশব্যাপী প্ৰচার চালাবে বিজেপিঃ অমিত শাহ

অনুপ্ৰবেশকারীদের বিরুদ্ধে দেশব্যাপী প্ৰচার চালাবে বিজেপিঃ অমিত শাহ
Published on

নয়াদিল্লিঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের কাজে যে ৪০ লক্ষ অনুপ্ৰবেশকারীর নাম উঠে এসেছে তাদের শনাক্ত করা হবে বলে সোমবার দাবি করেছে বিজেপি। এনআরসি নবায়ন নিয়ে কংগ্ৰেসের অবস্থানের বিরুদ্ধে একহাত নিয়ে বিজেপি বলেছে,২০১৯-এর লোকসভা নির্বাচনে দল ক্ষমতায় এলে তারা অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এনআরসি রূপায়ণের জন্য দেশব্যাপী প্ৰচার চালাবে।

‘২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা জাতীয় নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তুলেছি। অসমে এনআরসি রূপায়ণ করেছি আমরা এবং ৪০ লক্ষ অনুপ্ৰবেশকারীকে শনাক্ত করেছি’-২৩০ সদস্যের মধ্যপ্ৰদেশ বিধানসভা কেন্দ্ৰের বুথ পর্যায়ের কর্মীদের এক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা বলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।

তিনি বলেন,অসম সরকার অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করছে,যারা নাগরিকত্ব প্ৰমাণ করতে পারেননি। তবে ভুল সংশোধনের কাজ এখনও চলছে। কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীকে আক্ৰমণ করে শাহ বলেন,‘কংগ্ৰেস এনআরসি-র বিরোধিতা করেছে। তারা এটাকে মানবাধিকার ইস্যু বলে জাহির করতে চাইছে। এনআরসি ইস্যুতে কংগ্ৰেস ও রাহুল গান্ধী তাদের অবস্থান স্পষ্ট করুক এবং দেশবাসীকে জানাক অনুপ্ৰবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানো উচিত কিনা’।

শাহ বলেন,মোদি সরকারের প্ৰতি মানুষের অগাধ আস্থা রয়েছে। তাঁরা ২০১৯-এর নির্বাচনেও মোদি সরকারকেই ভোট দেবেন। তাই ফের ক্ষমতায় এলে বিজেপি বিদেশি অনুপ্ৰবেশকারীদের বিরুদ্ধে দেশব্যাপী প্ৰচার অভিযানে নেমে পড়বে-বলেন শাহ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com