Begin typing your search above and press return to search.

অনুপ্ৰবেশ থেকে অসমকে মুক্ত করবে এনআরসিঃ অমিত শাহ

অনুপ্ৰবেশ থেকে অসমকে মুক্ত করবে এনআরসিঃ অমিত শাহ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Feb 2019 10:03 AM GMT

লখিমপুরঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেন। তিনি বলেন,শহিদদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শাহ আরও প্ৰতিশ্ৰুতি দেন,সারা দেশের জন্য নাগরিকত্ব(সংশোধনী)বিল ফের আনা হবে। একইসঙ্গে তিনি বলেন,রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)সমস্ত আনুপ্ৰবেশের কবল থেকে অসমকে মুক্ত করবে।

লখিমপুর জেলায় রবিবার বিজেপির এক বিশাল যুব সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি। ‘আমাদের নিরীহ সেনাদের হত্যা করে যদি আপনারা লড়াই জিতে গেছেন বলে ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। এটা উত্তর পূর্বাঞ্চল অথবা কাশ্মীর যেখানেই ঘটুক না কেন,ভারতের নিরাপত্তায় কোনও ধরনের হুমকি বিজেপি সরকার বরদাস্ত করবে না। সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমাদের সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ এবং অতীতেও সার্জিক্যাল স্ট্ৰাইকের মাধ্যমে আমরা তা প্ৰমাণ করে দেখিয়েছে। তাছাড়া কূটনৈতিক ক্ষেত্ৰে সরকার বলিষ্ঠ ভূমিকারই প্ৰমাণ রেখেছে। সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়াই চালাতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির রাজনৈতিক সদিচ্ছাকে সারা বিশ্ব মেনে নিয়েছে’-বলেন শাহ।

জম্মু ও কাশ্মীরের মতো অসমকে আরও একটা উপদ্ৰুত অঞ্চলে পরিণত হতে দেওয়া যায় না বলে প্ৰতিশ্ৰুতি দিয়ে শাহ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র পক্ষেই ওকালতি করেন। বলেন,‘অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের ব্যবস্থা করে আমরা অনুপ্ৰবেশ আটকাতে সক্ষম হয়েছি। আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে ক্যাব এনে প্ৰতিজন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে অসম ছাড়তে বাধ্য করাবো’।

‘নাগরিকত্ব বিল নিয়ে ভুল তথ্য প্ৰচার করা হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন,অসমে জনবিন্যাসগত কাঠামো পাল্টে গেলে রাজ্যের মানুষের সামনে বিপদ ডেকে আনবে। কিছু লোক তাদের ন্যস্ত স্বার্থেই বিলের বিরুদ্ধে অপপ্ৰচার চালিয়েছে’-বলেন শাহ।

অসম গণ পরিষদ এবং কংগ্ৰেসের ভূমিকা নিয়ে প্ৰশ্ন তুলে শাহ বলেন,ওই দুটো দলই রাজ্য শাসন করেছে,কিন্তু অসম চুক্তি রূপায়ণে কোনও পদক্ষেপ নেয়নি তারা। অনুপ্ৰবেশ বন্ধ করতেও নেয়নি কোনও পদক্ষেপ।

অসম চুক্তির ৬ নং দফা প্ৰসঙ্গে তিনি বলেন,ওই দফায় রাজ্যের ভূমিপুত্ৰদের রক্ষাকবচের ব্যবস্থা রয়েছে। তাই চুক্তি রূপায়ণে মোদি সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করেছে। আগামি নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় এলে চুক্তির এই শর্ত অবশ্যই রূপায়ণ করবে। বিজেপি সভাপতি অসমের উন্নয়নে মোদি সরকারের কাজকর্মের প্ৰতিও আলোকপাত করেন। ইউপিএ সরকার এই অঞ্চলের উন্নয়নে মাত্ৰ ৭,৯০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই জায়গায় এনডিএ সরকার বিভিন্ন স্কিম বাবদ ৩ লক্ষ ,কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি উত্তর পূর্বের মানুষকে আগামি নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

Next Story
সংবাদ শিরোনাম