অনুপ্ৰবেশ রুখতে সীমান্তে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত

অনুপ্ৰবেশ রুখতে সীমান্তে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েনের সিদ্ধান্ত
Published on

গুয়াহাটিঃ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কোনও বিদেশি যাতে অসমে ঢুকতে না পারে তার প্ৰতি নজর রাখতে রাজ্য সরকার অতিরিক্ত বাহিনী সীমান্তে মোতায়েনের পরিকল্পনা করছে। সম্প্ৰতি এই বিষয়টি নিয়ে সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে। আসাম পুলিশ বর্ডার অর্গানাইজেশন(এপিবিও)এবং সীমান্ত সুরক্ষা বাহিনী(বিএসএফ)সীমান্তে মোতায়েন থাকলেও অতিরিক্ত রাজ্য পুলিশের কর্মী ওই সব এলাকায় পাঠানো হলে সীমান্ত পাহারার ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে অসমে নতুন করে অথবা পুনরায় অনুপ্ৰবেশ প্ৰতিরোধে রাজ্য সরকার ২৮টি পুলিশ আউটপোস্ট স্থাপনের প্ৰস্তাব করেছে। বিএসএফ এবং বিওপিএস ছাড়াও তিনটি ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার স্থাপনেরও প্ৰস্তাব রাখা হয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহল সূত্ৰে জানা গেছে। বর্তমানে সীমান্তে ১৪টি বিওপি কার্যক্ষম রয়েছে। বিএসএফ এবং বিওপির পাশাপাশি বাড়তি পুলিশ কর্তা মোতায়েন ও অতিরিক্ত আউটপোস্ট হলে সীমান্তে অনুপ্ৰবেশের বিরুদ্ধে পাহারা এক নতুন মাত্ৰা পাবে বলে আশা করা হচ্ছে। এই বাড়তি ব্যবস্থা সীমান্তে দ্বিতীয় সারির প্ৰতিরক্ষা ব্যবস্থার রূপ নেবে।

সীমান্ত জেলা মানকাচর,ধুবড়ি,সুতারকান্দি এবং করিমগঞ্জে বর্তমানে চারটি ইমিগ্ৰেশন চেকপোস্ট রয়েছে। বৈধ নথিপত্ৰ নিয়ে ওপার থেকে যারা অসমে আসছেন তাদের এই চেকপোস্টগুলিতে পরীক্ষা করা হয়ে থাকে। ওদিকে ধুবড়ি,দক্ষিণ শালমারা,করিমগঞ্জ ও কাছাড় জেলার সীমান্ত অসম পুলিশ ও বিএসএফ-এর যৌথ টহলদারির ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com