উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সবুজ পাতার মূল্য কম হওয়ায় চা উদ্যোগগুলি দিশপুরকে জানিয়েছিল যে বাগান শ্ৰমিকদের অন্তর্বর্তী দৈনিক মজুরি বাড়াতে তাদের চাপ দেওয়া হলে রাজ্যের অনেক বাগানের ঝাপ বন্ধ হয়ে যাবে।আইটিএ চেয়ারম্যান আজম মোনেম-এর নেতৃত্বে একটি প্ৰতিনিধিদল শনিবার মুখ্যমন্ত্ৰী সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ও শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।প্ৰতিনিধিরা মুখ্যমন্ত্ৰী ও মন্ত্ৰিসভাকে জানায় শ্ৰমিকদের অন্তর্বর্তী মজুরি বাড়াতে তারা অক্ষম।এতে উৎপাদন ব্যয় বেড়ে ১৩২০ কোটিতে দাঁড়াবে।
Begin typing your search above and press return to search.