অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডুর বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা মহারাষ্ট্ৰ কোর্টের

অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডুর বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা মহারাষ্ট্ৰ কোর্টের
Published on

অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী চন্দ্ৰবাবু নাইডু এবং অন্যান্য ১৫ জনের বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি করেছে মহারাষ্ট্ৰের একটি স্থানীয় আদালত। নাইডু এবং অন্যান্যরা গোদাবরি নদীর বাবলি প্ৰকল্প সম্পর্কে আন্দোলনে জড়িত থাকার একটি মামলায় দোষী সাব্যস্ত হন। নানদেদ জেলার ধর্মবাদের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্ৰেট এন আর গজভাইয়ে গ্ৰেপ্তারি সমনটি জারি করেন। ম্যাজিস্ট্ৰেট তাদের গ্ৰেপ্তার করে আগামি ২১ সেপ্টেম্বর আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর আগেও নাইডু এবং অন্যান্যদের ওই আন্দোলনে জড়িত থাকায় গ্ৰেপ্তার করে পুনে জেলে রাখা হয়েছিল। তবে ওই সময় নাইডু বিরোধী দলে ছিলেন। নাইডু এবং তাঁর সহযোগীরা প্ৰকল্পটির প্ৰতিবাদে আন্দোলনে শামিল হয়েছিলেন। কারণ তাঁদের মতে এই প্ৰকল্পটি নদীর নিম্নাঞ্চলে বসবাসকারীদের ক্ষতি করবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com