Begin typing your search above and press return to search.

অবশেষে ওড়িশায় আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘ফেনি’

অবশেষে ওড়িশায় আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘ফেনি’

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 May 2019 8:20 AM GMT

গুয়াহাটিঃ ওড়িশার উপকূলীয় অঞ্চল এবং পুরিতে অবশেষে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ফেনি। আজ সকাল প্ৰায় ৮টা থেকে ওড়িশার বিভিন্ন স্থানে আকাশ ভেঙে বৃষ্টি নামে। সঙ্গে প্ৰচণ্ড ঝড়ো বাতাস। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে প্ৰতি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইছে। এই প্ৰলয় ঝড় আরও দুঘন্টা দাপিয়ে বেড়াবে এমনটাই আঁচ করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ(আইএমডি)বলেছে,পুরি শহরে বাতাস বইছে প্ৰতি ঘণ্টায় ১৪২ কিলোমিটার বেগে। বাতাসের গতি প্ৰতি ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া বিভাগের কর্মকর্তাদের মতে,ঝড়ো বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামায় পুরি এবং অন্যান্য অঞ্চল জলে ডুবে গেছে। রাজ্যের উপকূলীয় অঞ্চলের অবস্থা খুবই দুর্বিষহ বলে জানা গেছে।

প্ৰচণ্ড ঘূর্ণি ঝড়ের জন্য বাতিল করে দেওয়া হয়েছে বেশকটি ট্ৰেনের চলাচল। ঘূর্ণি ঝড় ফেনির আক্ৰমণে ওড়িশায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ক্ষতিগ্ৰস্তদের সাহায্য রাজ্য প্ৰশাসন পুরোদস্তর প্ৰস্তুত রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে রাজ্যের সর্বোত্ৰ।

Next Story