অবশেষে জোট মন্ত্ৰিসভার থেকে ইস্তফা দিলেন অগপ-র তিন মন্ত্ৰী

অবশেষে জোট মন্ত্ৰিসভার থেকে ইস্তফা দিলেন অগপ-র তিন মন্ত্ৰী
Published on

গুয়াহাটিঃ সর্বানন্দ সোনোয়ালের জোট মন্ত্ৰিসভার তিন অগপ মন্ত্ৰী অবশেষে ইস্তফা দিলেন। অসম গণ পরিষদ দলের(অগপ)তিন মন্ত্ৰী অতুল বরা,কেশব মহন্ত,এবং ফণীভূষণ চৌধুরী বুধবার সন্ধ্যায় তাঁদের পদত্যাগপত্ৰ দাখিল করেন। তাঁদের পদত্যাগের সঙ্গে সঙ্গে ১৮ সদস্যের সোনোয়াল মন্ত্ৰিসভার সদস্য সংখ্যা হ্ৰাস পেয়ে ১৫ জনে দাঁড়ালো। বর্তমানে রাজ্যের জোট মন্ত্ৰিসভায় বিজেপি-র ১২জন এবং বিপিএফ-দলের তিনজন মন্ত্ৰী রয়েছেন। বর্তমানে রাজ্য মন্ত্ৰিসভায় চারটি পদ খালি পড়ে আছে। সর্বশেষ মন্ত্ৰিসভা সম্প্ৰসারণের সময়ই একটি পদ খালি রাখা হয়েছিল।

অগপ-র তিনমন্ত্ৰী পদত্যাগপত্ৰ দাখিল করার পর কয়েকজন দলীয় বিধায়ক ও নেতার সঙ্গে সোজা চলে যান গুয়াহাটির উজানবাজারে থাকা আসুর কার্যালয় শহিদ ন্যাসে।

‘আমরা নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। সোমবার দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে বৈঠকে আমরা এই বিল প্ৰত্যাহারের জোর আর্জি জানিয়েছি অসমের খিলঞ্জিয়া মানুষের স্বার্থে। কিন্তু স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং আমাদের কথায় আমল দেননি। উল্টে আমাদের বলেছেন বিজেপি বিলটি লোকসভায় পাস করাবেই। এরপরই আমরা জোট মন্ত্ৰিসভা থেকে সরে আসার সিদ্ধান্ত নেই। গতকাল আমরা মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্ৰ তুলে দেই।

দিশপুরে মুখ্যমন্ত্ৰীর কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অগপ অসমের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন অতুল বরা। ৮৬০ জন শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দল গঠিত হয়েছিল। তাই বিশেষ করে ওই বিলটি আমরা কোনওভাবেই মেনে নিতে পারি না যেখানে রাজ্যের মানুষ গণ প্ৰতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বিজেপি,বিপিএফ এবং অন্যান্য কিছু দলের সঙ্গে প্ৰাক নির্বাচনী আঁতাত করেছিলাম। এখন রাজ্য ও রাজ্যের মানুষের স্বার্থে আমরা ওই জোট থেকে বেরিয়ে এসেছি’-উল্লেখ করেন অগপ সভাপতি বরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com