
গৌরীসাগরের দিচিয়াল গ্ৰামে ভরা দিখৌ নদীতে ডুবে যাওয়া হরেন বরার অভিশপ্ত সুইফট ডিজায়ার গাড়িটি আজ পঞ্চম দিনে নদীর বুক থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিশপ্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় পাঁচপাঁচটি শব। ভারতীয় নৌসেনা,এসডিআরএফ,এনডিআরএফ টানা চারদিন নদীর বুকে অভি্যান চালানোর পর আজ ঘটনাস্থল থেকে প্ৰায় ৩০০ মিটার দূরে অভিশপ্ত বরার সুইফট ডিজায়ার গাড়িটির সন্ধান খুঁজে পায়। গত শনিবার সন্ধ্যায় দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন হরেন বরা(৫২),তাঁর স্ত্ৰী ফুনু বরা(৪৫),কন্যা চিম্পি বরা(২১),মুনমি বরা(১৮)এবং বৃদ্ধা মা পানৌ বরা(৮৬)।
গুয়াহাটির বেলতলার বাসিন্দা বরা তাঁর বৃদ্ধা মাকে দেখতে পৈতৃক ভিটেতে গিয়েছিলেন। ঘটনার দিন পরিবারের সবাই ওই অভিশপ্ত গাড়িতে ছিলেন। গাড়িটি পথ থেকে ছিটকে নদীতে পড়ে যায়। প্ৰত্যক্ষ দর্শীরা নদীর বুকে গাড়িটি অনেক দূর পর্যন্ত ভেসে যেতে দেখেছেন। শুনেছেন গাড়ির আরোহীদের বুকফাটা আর্তনাদ। কিন্তু ততক্ষণে ঘোর সন্ধ্যা নেমে আসে চারদিকে। গাড়িটি অনেকটা দূরে ভেসে যাওয়ার পর তলিয়ে যায় নদীর অতল তলে। এসডিআরএফ রবিবার উদ্ধার অভিযানে নামলেও প্ৰতিকূল আবহাওয়া বাধ সাধে।
গত চারদিন ধরে এনডিআরএফ,এসডিআরএফ,ভারতীয় সেনার প্যারা কমান্ডো,ভারতীয় নৌসেনার ১০ জনের বিশেষজ্ঞ দল সহ শতাধিক উদ্ধার কর্মী দিখৌর বুকে চষে বেড়িয়েও অভিশপ্ত গাড়িটি উদ্ধার করতে পারেননি। তবে আজ সকালে অভিশপ্ত সাদা ডিজায়ারটির সন্ধান খুঁজে পাওয়া যায়। উদ্ধারকারী দল ও গ্ৰামের মানুষের চেষ্টায় গাড়িটি অনেক কষ্টে নদীর পাড়ে তোলা হয়। এরপরই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে বরার পরিবারের ফুলে ফেঁপে যাওয়া একএকটা করে পাঁচটি শব। নদীর পারে জমায়েত হাজার হাজার মানুষের চোখ ছলছল করে উঠে বুকফাটা এই হৃদয় বিদারক দৃশ্যে।