পাঠশালাঃ নিম্ন অসমে বরপেটা জেলার একটা ঘুমন্ত শহর পাঠশালা। শুক্ৰবার মাধ্যমিকের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে জেগে ওঠে শহরটি। আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন মানুষ। পোড়ান হয় আতসবাজি। কারণ আনন্দরাম বরুয়া অ্যাকাডেমির অবিনাশ কলিতা ও নিবিড় ডেকা মেধা তালিকা দ্বিতীয় ও পঞ্চম স্থান পেয়ে পাঠশালার মুখ উজ্জ্বল করেছে। দুজনেই ভবিষ্যতে ডাক্তার হতে আগ্ৰহী বলে জানায়।
অবিনাশ,নিবিড়ের সাফল্যে পাঠশালায় খুশির জোয়ার

Next Story