অবৈধ অনুপ্ৰবেশের সম্পূর্ণ বিরোধী বিজেপি

অবৈধ অনুপ্ৰবেশের সম্পূর্ণ বিরোধী বিজেপি
Published on

নয়াদিল্লিঃ বিজেপির জাতীয় কর্মসমিতির দুদিন ব্যাপী বৈঠকের শেষদিনে রবিবার দল একটি রাজনৈতিক প্ৰস্তাব নতুন ভারত-ভিশন ডকুমেণ্ট ২০২২ গ্ৰহণ করেছে। একই সঙ্গে বলা হয়েছে কেন্দ্ৰীয় সরকার সীমান্ত পার থেকে অনুপ্ৰবেশের সম্পূর্ণ বিরোধী। অসমে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন নিয়েও বৈঠকে আলোকপাত করেছে দল। এর আগে দল সভাপতি অমিত শাহ বলেছেন,এনআরসি রূপায়ণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশে অবৈধ অনুপ্ৰবেশের অবসান ঘটানো।

কর্মসমিতির বৈঠক শুরু হয়েছিল শনিবার। বিজেপির অসম প্ৰদেশ শাখার সভাপতি রঞ্জিত কুমার দাসের মতে,এনআরসি নবায়ন ও নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের বরিষ্ঠ নেতা তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্ৰকাশ জাভেদকর বলেন,রাজনীতিতে যারা নেতিবাচক প্ৰভাব ফেলার চেষ্টা করছে জনগণ কখনও তাদের পাশে চাইবেন না। ‘প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্ব সরকার দেশের সার্বিক বিকাশে একটা দৃষ্টিভঙ্গি,ধৈর্য ও কল্পনা নিয়ে এগোচ্ছে। বৈঠকে গৃহীত রাজনৈতিক প্ৰস্তাবে ২০২২-এর মধ্যে নতুন ভারত গড়তে চাইছে দল যেখানে দারিদ্ৰ্য,সাম্প্ৰদায়িকতা,জাতপাত,দুর্নীতি ও সন্ত্ৰাসের কোনও স্থান থাকবে না’-বলেন জাভেদকর।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com