Begin typing your search above and press return to search.

অবৈধ অনুপ্ৰবেশ বন্ধ করতে বিএসএফ ধুবড়ি সীমান্তে অত্যাধুনিক ব্যবস্থা(সিআইবিএমএস)চালু করছে

অবৈধ অনুপ্ৰবেশ বন্ধ করতে বিএসএফ ধুবড়ি সীমান্তে অত্যাধুনিক ব্যবস্থা(সিআইবিএমএস)চালু করছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Dec 2018 10:28 AM GMT

নয়াদিল্লিঃ বাংলাদেশ সীমান্ত টপকে কোনও ধরনের অবৈধ অনুপ্ৰবেশ যাতে রাজ্যে না ঘটে তার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী(বিএসএফ)আগামি দুমাসের মধ্যে ধুবড়ি সেকটরের পুব সীমান্তে দেশে নির্মিত কম্প্ৰিহেনসিভ ইন্টিগ্ৰেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম(সিআইবিএমএস)চালু করছে। বাংলাদেশে সংসদ নির্বাচনের প্ৰাক্কালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এধরনের নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিআইবিএমএস হচ্ছে,সেন্সর সার্ভিল্যান্সের দ্বারা মানব সম্পদের মাধ্যমে বহুমুখী নজরদারি ব্যবস্থা। সার্ভিল্যান্স ডিভাইসেস,ডাটা ব্যাকবন,যোগাযোগ নেটওয়র্ক এবং কমান্ড কন্ট্ৰোল সেন্টার-এর সমন্বয়ে এই নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে।

‘ধুবড়ি জেলায় ব্ৰহ্মপুত্ৰের বুকে ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এলাকা এই প্ৰকল্পের আওতায় চলে আসবে। কেউ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্ৰবেশের চেষ্টা করলে এই প্ৰকল্পের কারিগরি ব্যবস্থায় ধরা পড়ে যাবে। প্ৰকল্পটি ইতিপূর্বে চলতি বছরের ডিসেম্বরে চালু করার কথা ছিল। তবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামি দুমাসের মধ্যে প্ৰকল্পটি চালু করার’-শুক্ৰবার একথা জানান বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল রজনীকান্ত মিশ্ৰ।

Next Story
সংবাদ শিরোনাম