ডিগবয়ঃ ডিগবয়-গোলাই ভিত্তিক মার্কেটিং অয়েল টার্মিনালে সোমবার অসম পেট্ৰোলিয়াম মজদুর ইউনিয়নের আন্দোলন হিংসাত্মক রূপ নেয় আন্দোলনের সমর্থকরা টিংরাই-এর এনআরএল পেট্ৰোল ডিপোর কাছে গোলাইয়ে তিনটি পেট্ৰোল ট্যাংকারের ক্ষতিসাধন করায়। মজদুর ইউনিয়ন সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। এদিকে ইউনিয়নের এই ধর্মঘটে রাজ্যে বিরূপ প্ৰভাব পড়েছে।বিভিন্ন তেল ডিপোতে পেট্ৰোলের সংকট দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। ডিগবয়-গোলাই ভিত্তিক মার্কেটিং অয়েল টার্মিনালে তেল ট্যাংকারগুলি থেকে ‘গুন্ডা কর’ সংগ্ৰহের অভিযোগ উঠেছিল আগেই। এই গুন্ডাকর সংগ্ৰহ বন্ধ করার দাবিতে ইউনিয়ন আন্দোলনে নামে। আন্দোলনের প্ৰথম পর্বেই একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
ইউনিয়নের সক্ৰিয় সদস্য এবং অয়েল ট্যাংকারের চালক অজয় দত্তের মতে,পিকেটাররা গোলাইয়ে ও টিংরাইয়ে অয়েল ট্যাংকারের গ্লাস ভেঙে দেয় ধর্মঘট অগ্ৰাহ্য করায়। ট্যাংকারগুলি টার্মিনাল সাইট থেকে পেট্ৰোল সংগ্ৰহ করতে যাচ্ছিল। গুন্ডা ট্যাক্স ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আন্দোলনে সাড়া দিতে তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা তাতে আমল দেয়নি। ফলে পিকেটাররা হিংসার পথ নেয়-জানান দত্ত।