Begin typing your search above and press return to search.
অবৈধ প্ৰব্ৰজন সমস্যার ইতিবাচক সমাধান আশা করছেন মুখি

অসমে বাংলাদেশি অবৈধ প্ৰব্ৰজন সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন রাজ্যপাল জগদীশ মুখি। ‘৩০জুন পর্যন্ত অপেক্ষা করুন,আশা করছি একটা ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে’-দিল্লিতে বলেন মুখি। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী কথা দিয়েছেন অসমের মানুষের সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
Next Story