Begin typing your search above and press return to search.
অবৈধ মদের বিরুদ্ধে গোসাইগাঁওয়ে আবগারি বিভাগের অভিযান

গোসাইগাঁওঃ আবগারি বিভাগের গোসাইগাঁও মহকুমা কার্যালয় কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার বিভিন্ন গ্ৰামে অবৈধ মদের বিরুদ্ধে অভি্যান জোরদার করে তুলেছে। আবগারি বিভাগের কর্মকর্তারা গত কয়েকদিন কচুগাঁও,সাপকাটা,হুদুমখাতা,জয়মাগুরি,গরুফেলা,ডিংডিঙা,শ্ৰীরামপুর,গোসাইগাঁও ইত্যাদি অঞ্চলে অবৈধ মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালান। এই অভি্যানকালে তারা ১০০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে সেগুলি ধ্বংস করে ফেলেন।
অন্যদিকে,বিভাগটি অবৈধ মদ,অবৈধভাবে আইএমএফএল বিক্ৰি এবং অন্যান্য মাদক দ্ৰব্যের বিরুদ্ধেও অভিযান ক্ষিপ্ৰতর করে তুলেছে। গোসাইগাঁওয়ের এসডিও(সিভিল)গোকূল চন্দ্ৰ ব্ৰহ্ম আবগারি বিভাগের কাজে নিয়মিতভাবে তদারকি ও সুপারিশ করছেন। অভিযানের সময় আবগারি কর্মীদের ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
Next Story