গুয়াহাটিঃ অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগকে(আইডব্লিউটি)নিয়ন্ত্ৰণ করতে রাজ্য সরকার বিধানসভার চলতি শরৎকালীন অধিবেশনে একটি আইন আনছে। রাজ্যের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বুধবার বিধানসভায় একথা ঘোষণা করেন। অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের আধুনিকীকরণ ও কাজকর্ম নিয়ন্ত্ৰণে বেশকিছু প্ৰকল্পের প্ৰতি আলোকপাত করা হয়েছে। গত কয়েক দশক ধরে এই বিভাগটি বিভিন্ন সমস্যায় ধুঁকছিল।
এব্যাপারে ইতিপূর্বেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰের বুকে সাম্প্ৰতিক যান্ত্ৰিক নৌকো ডুবির ঘটনায় বর্তমান সরকার জল পরিবহণের গোটা প্ৰক্ৰিয়া চাঙ্গা করে তুলতে বাধ্য হয়ে পড়ে। বুধবার বিধানসভায় অগপ সদস্য গুণীন্দ্ৰনাথ দাসের এক প্ৰশ্নের জবাবে মন্ত্ৰী পাটোয়ারি বলেন,অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগটি নিয়ন্ত্ৰণ ও আধুনিকীকরণের লক্ষ্যে সরকার বেশকিছু প্ৰকল্প হাতে নিয়েছে। রাজ্য সরকার বিভাগটিকে নতুন ফেরি দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্ৰীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা রাজ্য সরকারকে পাঁচটি আরও আরও জলযান দেবে বিনামূল্যে। এই জলযানগুলির প্ৰত্যেকটির ২০০ যাত্ৰী ও ৮টি ট্ৰাক বহনের ক্ষমতা থাকবে। বিভাগটির আধুনিকীকরণে বিশ্ব ব্যাংক ১০০০কোটি টাকা মঞ্জুর করেছে।