অমরনাথের পথে পাড়ি দিলেন ৩৪৯৯ জন তীর্থযাত্ৰী

অমরনাথের পথে পাড়ি দিলেন ৩৪৯৯ জন তীর্থযাত্ৰী
Published on

জম্মুঃ অমরনাথ যাত্ৰার উদ্দেশে ৩৪৯৯ জন তীর্থযাত্ৰীর দলটি মঙ্গলবার জম্মু থেকে কাশ্মীর উপত্যকার পথে রওনা হয়েছেন। ভাগবতী নগর যাত্ৰী নিবাস ছাড়ার সময় ১১৪টি পুলিশের গাড়ি তাদের এসকর্ট দেয়। মোট ২২৬২ জন তীর্থযাত্ৰী পহেলগামের পথে এগোচ্ছেন এবং ১২৩৭ জন যাচ্ছেন বালতল বেস ক্যাম্পের পথে। এপর্যন্ত ৩৬ হাজার তীর্থযাত্ৰী অমরনাথ যাত্ৰা করেছেন। অমরনাথ যাত্ৰা শুরু হয় গত ২৮ জুন এবং শ্ৰাবণ পূর্ণিমার সঙ্গে সঙ্গতি রেখে যাত্ৰার সমাপ্তি ঘটবে ২৬ আগস্ট।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com