নয়াদিল্লিঃ বার্ষিক অমরনাথ যাত্ৰা উপলক্ষে কেন্দ্ৰীয় সরকার নিরাপত্তা সংস্থাগুলিকে ‘জিরো এরর’ নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আসন্ন বার্ষিক অমরনাথ যাত্ৰার জন্য জোরদার করে তুলেছে নিরাপত্তা ব্যবস্থাও। জঙ্গি হামলার সম্ভাব্য আশঙ্কা থাকা সত্ত্বেও এবার তিন লাখের বেশি তীর্থযাত্ৰী অমরনাথ যাত্ৰায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অমরনাথ যাত্ৰাঃ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ কেন্দ্ৰের

Next Story