অমিতের সামনে নাগরিক বিলের বিরোধিতা অতুলের

অমিতের সামনে নাগরিক বিলের বিরোধিতা অতুলের
Published on

গুয়াহাটিঃ উত্তরপূর্ব গণতান্ত্ৰিক জোটের(এনইডিএ)শরিক দল অগপ রবিবার বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহর সামনে নাগরিক বিলের ঘোর বিরোধিতা করে। শাহর দৃষ্টি আকর্ষণ করে অগপ সভাপতি অতুল বরা বলেন,বিল পাস হলে অসম চুক্তির শর্ত লঙ্ঘন হবে,অসমীয়াদের অস্তিত্বেও হুমকিস্বরূপ,তিনি বিল বাতিলের দাবি করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com