Begin typing your search above and press return to search.

অরুণাচলের পথে চলতি বাসে আগুন

অরুণাচলের পথে চলতি বাসে আগুন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jan 2019 12:33 PM GMT

ইটানগরঃ আরুণাচল রাজ্য পরিবহণের(এপিএসটি)একটি যাত্ৰীবাহী বাসে(নং এআরএক্স ০৪২৬)সোমবার সকাল ৭টা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি খরসেং রোড ধরে যাবার সময় এই ঘটনা ঘটে। বাসে মোট ১৫ জন আরোহী ছিলেন।

বাস চালক হবিবুল রহমান দ্য সেন্টিনেলকে বলেছেন,চলন্ত অবস্থায় তারে শর্ট সার্কিটের জন্য বাসে আগুন ধরে যায়। তিনি আরও জানান,বাসটি মিত্ত থেকে চাংলেং যাচ্ছিলো। ‘বাস চালকের পেশায় থাকাকালে এই প্ৰথম তারে শর্ট সার্কিটের ফলে বাসে আগুন লাগার ঘটনা জীবনে প্ৰথমবার দেখলেন তিনি। এর আগে এমনটা কখনো ঘটেনি। তবে যাত্ৰীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা গেছে। কারো শরীরে কোনও ধরনের আঘাত লাগেনি’-জানান বাস চালক।

Next Story
সংবাদ শিরোনাম