অরুণাচলে চা বাগান কর্মী অপহৃত,মুক্তিপণ দাবি ৩ কোটি টাকা

অরুণাচলে চা বাগান কর্মী অপহৃত,মুক্তিপণ দাবি ৩ কোটি টাকা
Published on

ইটানগরঃ সশস্ত্ৰ জঙ্গিরা অরুণাচল প্ৰদেশের নামসাই জেলার সতী টি এস্টেট-এর সুপারভাইজর তথা স্টোর কিপারকে শনিবার সন্ধ্যায় অপহরণ করেছে।

পুলিশ সূত্ৰের মতে,অপহৃত ব্যক্তির নাম দেবব্ৰত দেব। নামসাই জেলার পিয়ং সার্কলের অধীন বামচুক বিলের সতী টি এস্টেটে কাজ করছিলেন তিনি। শনিবার রাত ৭-১৫ মিনিট নাগাদ জঙ্গিরা তাঁকে অপহরণ করে।

এই টি এস্টেটটি-র মালিক প্ৰাক্তন বিধায়ক নং সতী মইন। অত্যাধুনিক অস্ত্ৰশস্ত্ৰ নিয়ে এসেছিল জঙ্গিরা। নিজেদের বেআইনি ঘোষিত আলফা(আই)এর একটি শাখা উদয় অসম গ্ৰুপের সদস্য বলে জঙ্গিরা পরিচয় দেওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। জঙ্গি সংগঠনটি অপহৃত ব্যক্তিটির নিরাপদ মুক্তির জন্য ৩ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে।

এদিকে ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযানে নেমেছে। তারা অপহৃত ব্যক্তিটির নিরাপদ মুক্তির জন্য চেষ্টা করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com