অরুণাচলে বলিউড তারকা সলমন খান

অরুণাচলে বলিউড তারকা সলমন খান
Published on

বলিউড তারকা সলমন খান আজ পঞ্জাব থেকে একটি চাটার্ড বিমানে ডিব্ৰুগড় বিমানবন্দরে এসে পৌঁছন এবং এরপরই তিনি অরুণাচল প্ৰদেশের মেচুকার উদ্দেশে রওনা হন। খান একটি কপ্টারে তাঁর অভীষ্ট লক্ষ্যে পাড়ি দেন। ওখানে তিনি এমটিবি অরুণাচল মাউন্টেন বাই সাইকেল রেসের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করবেন। বেলা দুটো নাগাদ সলমন ডিব্ৰুগড়ে ফিরবেন এবং ওখান থেকে সরাসরি ফিরে যাবেন মুম্বইয়ে।

খবরে প্ৰকাশ,উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্ৰতি খানের একটা সুসম্পর্ক রয়েছে। সুসম্পর্ক রয়েছে ওই রাজ্যের কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন রিজিজুর সঙ্গেও। ‘টিউব লাইট’ নামের একটি ছবিতে অরুণাচলের খুদে শিল্পী মতিন রে টেনগুর সঙ্গে আভিনয় করেছিলেন সলমন। শিশুদের প্ৰতি অকৃত্ৰিম ভালবাসার জন্য সলমনের একটা আলদা পরিচিতি রয়েছে। তাই শিশু মতিন তারকা সলমনের মনে আজও বাসা বেঁধে আছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com