Begin typing your search above and press return to search.

অরুণাচলে ভোট পড়েছে ৬৬ শতাংশ,হিংসাত্মক ঘটনায় আহত ৩

অরুণাচলে ভোট পড়েছে ৬৬ শতাংশ,হিংসাত্মক ঘটনায় আহত ৩

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 April 2019 1:31 PM GMT

ইটানগরঃ অরুণাচল প্ৰদেশে বৃহস্পতিবার বিকেল ৩টে পর্যন্ত আনুমানিক ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন। রাজ্যের কুরাং কুমে জেলায় হিংসাশ্ৰয়ী ঘটনাও ঘটে। জনৈক নির্বাচনী কর্তা এখানে এখবর জানান। হিমালয়ের কোল ঘেঁষা রাজ্যটির দুটি লোকসভা আসন এবং ৬০ সদস্যের বিধানসভা আসনের ৫৭টিতে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার কাংকি দারাং বলেন,সংশ্লিষ্ট জেলাগুলির নির্বাচনী অফিসারদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনু্যায়ী বেলা ৩টে পর্যন্ত মোটামুটি ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন। তবে বহু প্ৰত্যন্ত গ্ৰামের পোলিং বুথের খবর এখনও পাওয়া যায়নি। ফলে ভোটের পরিমাণ আরও বাড়বে-বলেন দারাং।

তিনি বলেন,বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং ইভিএম ভাঙচুর ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই ছিল। কুরার কুমে জেলার টালি বিধানসভা কেন্দ্ৰের পিপসোরাং সার্কলে হিংসাত্মক ঘটনায় তিনজন গুরুতর আহত হন। দুটো প্ৰতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। জানান ডিজিপি এসবিকে সিং। আহতদের সঙ্গে সঙ্গে ইটানগরে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। দারাং বলেন,১৩৩টি পোলিং বুথে ভোট গ্ৰহণ করা যায়নি ইভিএম-এর ক্ষতি এবং কোথাও বা ইভিএম অকেজো হয়ে পড়ায়। তবে এই বুথগুলিতে ফের ভোটগ্ৰহণ করা হবে।

রাজ্যে ৪,০১,৬০১ জন মহিলা সহ মোট ভোটার রয়েছেন ৭,৯৪,১৬২ জন। এরাজ্যে মোট ভোট কেন্দ্ৰ খোলা হয়েছিল ২,২০২টি।

Next Story
সংবাদ শিরোনাম