Begin typing your search above and press return to search.

অরুণাচলে শিয়াং নদীর দ্বীপে আটকে পড়া ১৯ জনকে উদ্ধার করল বায়ু সেনা

অরুণাচলে শিয়াং নদীর দ্বীপে আটকে পড়া ১৯ জনকে উদ্ধার করল বায়ু সেনা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Sep 2018 8:37 AM GMT

ইটানগরঃ ভারতীয় বায়ু সেনা(আইএএফ)অরুণাচল প্ৰদেশের পুব শিয়াং জেলায় শিয়াং নদীর দ্বীপে আটকে পড়া কমপক্ষেও ১৯ জন ব্যক্তিকে শুক্ৰবার সকালে উদ্ধার করেছে। এই সব ব্যক্তিরা ওই দ্বীপে প্ৰায় ২৪ ঘণ্টা আটকে ছিলেন।

পুব শিয়াং জেলা প্ৰশাসন জেলার সিলে ঔয়ান সার্কলের অধীন জামপানিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে বায়ু সেনাকে অনুরোধ জানায়। দ্বীপে আটকে পড়া ব্যক্তিরা অসমের গোপালক। দ্বীপে গরু চরাতে গিয়ে তারা আটকে পড়েন হঠাৎ করে নদীতে জলস্ফীতি বেড়ে যাওয়ায়। প্ৰবল স্ৰোতের জন্য ফেরি নৌকো চালানোও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। পুর্ব শিয়াঙের জেলাশাসক তামিও তাতক জানান,জামপানি দ্বীপে আটকে পড়া গোচারকদের বায়ু সেনা শুক্ৰবার ভোর ৪-৩০ নাগাদ হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে। জেলাশাসক আরও জানান,প্ৰশাসন জনগণকে শিয়াং নদীতে মাছ ধরা,স্নান ও অন্য কোনও উদ্দেশ্যে যাওয়া থেকে বিরত থাকতে ইতিমধ্যেই লাল সঙ্কেত জারি করেছে। শিয়াং নদীতে প্ৰবল জলস্ফীতির জন্যই এই নিষেধাজ্ঞা প্ৰশাসনের। মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু ইটানগর থেকে ব্যক্তিগতভাবে ঘনঘন উদ্ধার অভি্যানে তদারক করেন-বলেন জেলাশাসক। শিয়াঙে জলস্ফীতি বাড়লেও জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে। চিনে প্ৰবল বৃষ্টির জন্যই শিয়াঙে জোয়ারের সৃষ্টি হয়েছে বলে প্ৰশাসনের তরফে জানানো হয়।

Next Story
সংবাদ শিরোনাম