ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের পূর্ব কামেং জেলার সিজোসা এলাকায় ১৮০টি প্ৰজাতির প্ৰজাপতি থাকার রেকর্ড পাওয়া গেছে। পাকে বন্যপ্ৰাণী অভয়ারণ্য এবং টাইগার রিজার্ভের তরফে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আয়োজিত পঞ্চমে উত্তরপূর্ব বাটারফ্লাই মিটে ওই অঞ্চলে ১৮০টি বিভিন্ন প্ৰজাতির প্ৰজাপতি থাকার বিষয়টি রেকর্ড করা হয়। রাজ্য পরিবেশ এবং বন বিভাগ এই মিটের আয়োজন করেছিল-বিএনএইচএস,আরণ্যক,নুমলিগড় রিফাইনারি লিমিটেড(এনআরএল)বিএএমওএস,নুগুনুজিরো,উইকি বাটারফ্লাই লাভার্স এবং ফ্লাটার্স ওয়েবসাইটের সহযোগিতায়। ২০১৩ সাল থেকে এখানে প্ৰতি বছর এই বাটারফ্লাই মিট-এর আয়োজন করে আসছে বাটারফ্লাইস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া গ্ৰুপ।
Begin typing your search above and press return to search.