অরুণাচলে ১৮০ প্ৰজাতির প্ৰজাপতি রয়েছে

অরুণাচলে ১৮০ প্ৰজাতির প্ৰজাপতি রয়েছে

ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের পূর্ব কামেং জেলার সিজোসা এলাকায় ১৮০টি প্ৰজাতির প্ৰজাপতি থাকার রেকর্ড পাওয়া গেছে। পাকে বন্যপ্ৰাণী অভয়ারণ্য এবং টাইগার রিজার্ভের তরফে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আয়োজিত পঞ্চমে উত্তরপূর্ব বাটারফ্লাই মিটে ওই অঞ্চলে ১৮০টি বিভিন্ন প্ৰজাতির প্ৰজাপতি থাকার বিষয়টি রেকর্ড করা হয়। রাজ্য পরিবেশ এবং বন বিভাগ এই মিটের আয়োজন করেছিল-বিএনএইচএস,আরণ্যক,নুমলিগড় রিফাইনারি লিমিটেড(এনআরএল)বিএএমওএস,নুগুনুজিরো,উইকি বাটারফ্লাই লাভার্স এবং ফ্লাটার্স ওয়েবসাইটের সহযোগিতায়। ২০১৩ সাল থেকে এখানে প্ৰতি বছর এই বাটারফ্লাই মিট-এর আয়োজন করে আসছে বাটারফ্লাইস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া গ্ৰুপ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com