অরুণাচলে ২৭টি নদীবাঁধ নির্মাণে কেন্দ্ৰের সম্মতির প্ৰতিবাদে সোচ্চার আজমল

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় সরকার অসমের জনগণকে ধরা ছোয়ার মধ্যে না রেখে পাহাড়ি রাজ্য অরুণাচল প্ৰদেশে ২৭টি নাদীবাঁধ নির্মাণের সবুজ সঙ্কেত দিয়েছে। কেন্দ্ৰের এই সিদ্ধান্তে অসমে যে হাহাকার শুরু হবে সেটা অবধারিত। এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল রবিবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন। কেন্দ্ৰীয় পরিবেশমন্ত্ৰী পীউস গোয়েল যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিলেন সেটা যে নিছকই মিথ্যাচার ছিল তা এখন স্পষ্ট হয়ে গেছে-বলেন আজমল।
পরিবেশ মন্ত্ৰক সুবনশিরির অববাহিকায় ২৭টি নদীবাঁধের প্ৰভাব সম্পর্কিত একটি প্ৰতিবেদন ইতিমধ্যেই দাখিল করেছে এবং এতে অসমকে ছেঁটে রাখা হয়েছে। পরিবেশ মন্ত্ৰকের ওই প্ৰতিবেদনে অসমে ব্ৰহ্মপুত্ৰ ও রঙানদীর ফিবছরের সংহারী রূপের কথা বিন্দুমাত্ৰও উল্লেখ করা হয়নি। অরুণাচলে ২৭টি বাঁধ হলে অসমের সভ্যতা,সংস্কৃতি ধ্বংসের মুখে পড়বে বলে এআইইউডিএফ সুপ্ৰিমো উল্লেখ করেন। তিনি বলেন অসমকে জিইয়ে রাখতে হলে এতোগুলো নদীবাঁধ নির্মাণের বিরুদ্ধে রাজ্যের প্ৰতিটি মানুষকে সমস্বরে আওয়াজ তুলতে হবে-মন্তব্য করেন আজমল।