Begin typing your search above and press return to search.

অরুণাচল প্ৰদেশে আটকে পড়া অসমের মানুষের সাহায্যে হেল্পলাইন নম্বর রাজ্য পুলিশের

অরুণাচল প্ৰদেশে আটকে পড়া অসমের মানুষের সাহায্যে হেল্পলাইন নম্বর রাজ্য পুলিশের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Feb 2019 11:18 AM GMT

গুয়াহাটিঃ উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)হিংসাদীর্ণ অরুণাচল প্ৰদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্ৰহণের জন্য দিল্লি এবং ইটানগর সরকারের প্ৰতি আহ্বান জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় প্ৰকাশিত এক প্ৰেস বিবৃতিতে নেসোর উপদেষ্টা ড.সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন,অরুণাচল প্ৰদেশে চলা অশান্ত পরিস্থিতি শুধু স্বাভাবিক জীবনই পঙ্গু করেনি,ব্যাপক পরিমাণে সরকারি সম্পত্তিও বিনষ্ট হয়েছে। তিনি বলেন,অসম থেকে ইটানগরে প্ৰথম আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে পারফর্ম করতে্যাওয়া একটি শিল্পী দলকে প্ৰতিবাদকারীদের ক্ষোভের মুখে পড়তে হয়। শিল্পী দলের বহু দামি যন্ত্ৰ সরঞ্জাম আন্দোলনকারীরা ধ্বংস করে ফেলে। যে সব শিল্পীদের যন্ত্ৰ সরঞ্জাম ধ্বংস করে ফেলা হয়েছে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভট্টাচার্য অরুণাচল প্ৰদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন,নেসো এবং আসু কার্ফু কবলিত ইটানগরে আটকে থাকা রাজ্যের শিল্পীদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রক্ষা করে চলেছে।

এদিকে,অরুণাচল প্ৰদেশে গিয়ে আটকে পড়া অসমের লোকজনের সবরকম সাহায্যে অসম পুলিশ একটি হেল্পলাইন নম্বর খুলেছে। এই নম্বরটি হলো ৮৭৪৯৮৬০৮০৩/০৩৬১-২৩৮১৫১১।

Next Story
সংবাদ শিরোনাম