Begin typing your search above and press return to search.

অরুণাচল প্ৰদেশে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

অরুণাচল প্ৰদেশে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 April 2019 1:04 PM GMT

ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের পাপুমপারে জেলার তারাশো সার্কলে শনিবার সন্ধ্যায় প্ৰচণ্ড শিলাবৃষ্টিতে খেতের ফসল,ঘরবাড়ির বিস্তর ক্ষতি হয়। গৃহপালিত জীবজন্তু এবং বনের বহু পাখি মারা যায়। তবে প্ৰচণ্ড শিলাবৃষ্টিতে কোনও মানুষের মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। এলাকার বাসিন্দা জন পানে জানান,শিলের আঘাতে অনেকগুলো পাখির মৃত্যু হয়েছে। পানে আরও জানান,কিছু গ্ৰামবাসী নিকটবর্তী স্কুলে আশ্ৰয় নিয়েছে,শিলাবৃষ্টিতে তাদের ঘরের চাল ক্ষতিগ্ৰস্ত হওয়ায়।

আকাশ ভাঙা বৃষ্টির সঙ্গে নেমে আসা শিলগুলোর এক একটার আকার স্বাভাবিক ডিমের মতো ছিল। মাঠের প্ৰচুর ফসল নষ্ট হয়েছে। পানে আরও জানান,বালিজানের এডিসি রবিবার ক্ষতিগ্ৰস্ত এলাকাটি পরিদর্শন করে গেছেন। তাঁর সঙ্গে ছিলেন ১৪নং দইমুখ বিধানসভা কেন্দ্ৰে প্ৰতিদ্বন্দ্বিতাকারী প্ৰার্থী নাবাম বিবেক এবং টানা হালি। তারা পরিস্থিতি দেখে গভীর উৎকণ্ঠা প্ৰকাশ করেন।

তিনি বলেন,এই সার্কলে এরআগে এমন ধরনের শিলাবৃষ্টি কখনোই দেখা যায়নি। ওই এলাকার ক্ষতিগ্ৰস্ত মানুষ সরকারের কাছে সাহা্য্যের আর্জি জানিয়েছেন।

Next Story