অর্থ তছরুপের ঘটনায় অভিযুক্ত সাংবাদিকের জামিনের আবেদন খারিজ আদালতে

অর্থ তছরুপের ঘটনায় অভিযুক্ত সাংবাদিকের জামিনের আবেদন খারিজ আদালতে
Published on

গুয়াহাটিঃ অর্থ তছরুপ এবং ভয় দেখিয়ে টাকা তোলা ও অসাধু উপায়ে আর্থিক লেনদেনের অভিযোগে ধৃত সাংবাদিক উপেন্দ্ৰ রাই-এর দাখিল করা জামিনের আবেদন দিল্লি হাইকোর্ট আজ খারিজ করে দিয়েছে। অর্থ তছরুপ ও অসাধু পন্থায় আর্থিক লেনদেনের অভিযোগে রাইকে গ্ৰেপ্তার করা হয়েছিল।

দিল্লি হাইকোর্টের অতিরিক্ত দায়রা বিচারপতি রাকেশ সায়াল সাংবাদিক রাই-এর দাখিল করা জামিনের আবেদনটি খারিজ করে দেন। বিচারপতি বলেছেন,সাংবাদিক রাইয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি খুবই গুরুতর।

এনফোর্সমেণ্ট ডিরেক্টরেটের(ইডি)বিশেষ সরকারি কৌঁসুলি এনকে মাট্টা এবং নীতেশ রানার পেশ করা রিপোর্টের ভিত্তিত্তেই আদালত রাইয়ের জামিনের আবেদন খারিজ করে দেয়। সরকার পক্ষের কৌঁসুলিরা বলেছেন,অভিযুক্ত জামিন পেয়ে গেলে সাক্ষীদের ওপর প্ৰভাব বিস্তার এবং তদন্তের কাজে ধোঁয়াশার সৃষ্টি করতে পারে। এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট অর্থ তছরুপ প্ৰতিরোধ আইনের অধীনে(পিএমএলএ)গত ৮ জুন সাংবাদিক রাইকে গ্ৰেপ্তার করেছিল। বর্তমানে তাকে নয়া দিল্লির তিহার জেলে রাখা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com