বিশ্ব পরিবেশ দিবস মঙ্গলবার।উত্তরপূর্বের রাজ্যগুলির বনভূমি নিয়ে এক সমীক্ষায় দেখা যায়,সবুজ হলেও সবুজ রাজ্যের স্বীকৃতির জন্য অসমকে আরও এগোতে হবে।উত্তরপূর্বাঞ্চলে গত ২বছরে ৬৩০ বর্গকিমি বনভূমি বিলুপ্ত হয়েছে। অসমে ২৬৩ বর্গকিমি বনাঞ্চল বাড়লেও অসমকে সবুজ রাজ্যর স্বীকৃতি দেওয়া যাবে না।
Begin typing your search above and press return to search.