Begin typing your search above and press return to search.

অসমিয়া ছবি ‘আমিষ’-এর বিশ্ব প্ৰিমিয়ার ত্ৰিবেকা চলচ্চিত্ৰ উৎসবে

অসমিয়া ছবি ‘আমিষ’-এর বিশ্ব প্ৰিমিয়ার ত্ৰিবেকা চলচ্চিত্ৰ উৎসবে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 April 2019 1:56 PM GMT

গুয়াহাটিঃ নিউইয়র্কে অনুষ্ঠেয় ত্ৰিবেকা চলচ্চিত্ৰ উৎসবে ভাস্কর হাজরিকার অসমিয়া ছবি ‘আমিষ’ প্ৰদর্শন করা হবে। ভারতীয় চলচ্চিত্ৰ পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে নিউইয়র্কে অবস্থানরত লোকেদের ভাস্কর হাজরিকার অসমিয়া ছবি ‘আমিষ’ উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক প্ৰেক্ষাপটে এই অসমিয়া ছবিটির বিশ্ব প্ৰিমিয়ার হতে চলেছে।

আগামি ২৪ এপ্ৰিল থেকে ৫ মে অবধি ত্ৰিবেকা চলচ্চিত্ৰ উৎসবে দেখানো হবে অসমিয়া ছবি ‘আমিষ’। ছবিটির কাহিনি ও পরিচালনা ভাস্কর হাজরিকার।

ভাস্কর হাজরিকার দ্বিতীয় ছবি ‘আমিষ’। হাজরিকার প্ৰথম ছবি ছিল ‘কথানদী’। ২০১৬ সালে ‘কথানদী’ ছবিটি সেরা রাষ্ট্ৰীয় কাহিনি চিত্ৰের সম্মান পেয়েছিল।

২০১৫ সালে জিও মামি চলচ্চিত্ৰ উৎসবের সঙ্গে ২০১৬তে গোটেবর্গ চলচ্চিত্ৰ উৎসব এবং ওই বছরই আইএফএফএলএ সম্মান কুড়োতে সক্ষম হয়েছিল ছবিটি।

‘আমিষ’ ছবিটি দুজন ব্যক্তির ওপর আধারিত। তাদের মধ্যে প্ৰেমের সম্পর্ক গড়ে উঠলেও নিজেদের মধ্যে থাকা অনেক দায়বদ্ধতা ধ্বংসের পথে এগিয়ে যাওয়া পরিলক্ষিত হয়।

ছবির চরিত্ৰে নির্মালি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। তাঁর বয়স ৩০। একটা শান্তিপূর্ণ জীবন তিনি কাটিয়েছিলেন যদিও সুখের মুখ না দেখা একটা পরিবারের কাহিনি এটা। গুয়াহাটিতে বসবাসকারী পরিবারটি। নির্মালির স্বামী একজন বরিষ্ঠ চিকিৎসক। কাজের তাগিদে বিভিন্ন স্থানে যেতে হয় তাঁকে। তাই ছেলের দেখাশোনার জন্য স্ত্ৰীকে একা রেখে যেতে বাধ্য হন।

ছবির সিনেমাটোগ্ৰাফি করেছেন বিজু দাস। সংগীত পরিচালনা করেছেন কুয়ান বে। স্বোয়েতা রায় চামলিং সম্পাদনার কাজ করেছেন ছবির। ‘আমিষ’ প্ৰযোজনা করেছেন পুনম গোয়েল এবং শ্যাম বরা।

Next Story
সংবাদ শিরোনাম