Begin typing your search above and press return to search.

অসমেও সূচনা হলো মেগা স্বাস্থ্য প্ৰকল্প ‘আয়ুষ্মান ভারত’ উপকৃত হবেন ১.৪০ কোটি মানুষ

অসমেও সূচনা হলো মেগা স্বাস্থ্য প্ৰকল্প ‘আয়ুষ্মান ভারত’ উপকৃত হবেন ১.৪০ কোটি মানুষ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Sep 2018 8:16 AM GMT

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির মেগা স্বাস্থ্যরক্ষা প্ৰকল্প ‘আয়ুষ্মান ভারত তথা জন আরোগ্য যোজনা’ রবিবার সারা দেশের সঙ্গে অসমেও সূচনা করা হলো। এই প্ৰকল্পের ফলে অসমের জনসংখ্যার প্ৰায় অর্ধেকভাগই বিনামূল্যে কঠিন রোগের চিকিৎসা করানোর সু্যোগ পাবেন। প্ৰধানমন্ত্ৰী মোদি রবিবার রাঁচিতে সরকার পরিচালিত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যরক্ষা প্ৰকল্পের ‘আয়ুষ্মান ভারত প্ৰধানমন্ত্ৰী আরোগ্য যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা করেন।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গুয়াহাটির খানাপাড়া স্থিত পশু চিকিৎসা বিভাগের মাঠে সূচনা করেন এই প্ৰকল্পটি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেন ২৭ লক্ষ পরিবারের ১.৪০ কোটি লোককে এই প্ৰকল্পের আওতায় আনা হবে। শর্মা বলেন,প্ৰকল্পের অধীনে চিকিৎসার জন্য নির্বাচিত পরিবারগুলোর হাতে ২৪ নভেম্বর থেকে লেমিনেটেড কার্ড বিতরণ করা হবে।

শর্মা বলেন,রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নির্ধারিত ১২০টি বেসরকারি হাসপাতালে এই প্ৰকল্পের সুবিধা পাওয়া যাবে। ১৩৫০-এর বেশি রোগের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানোর সু্যোগ পাবেন সুবিধাভোগীরা। ১ নভেম্বর থেকে প্ৰতিটি জেলা হাসপাতালকে এই প্ৰকল্পের আওতায় আনা হবে-জানান শর্মা। এই প্ৰকল্পের আওতা থেকে কেউ বাদ পড়বেন না।

Next Story
সংবাদ শিরোনাম