অসমের ট্ৰ্যান্সজেন্ডার সম্প্ৰদায়ের লোকেরা জাতীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)নাম অন্তর্ভুক্তির বিষয়টি সুনিশ্চিত করার দাবিতে সুপ্ৰিমকোর্টের সাহায্য চাইবে। এই উদ্দেশ্যে ২২ জুলাই তারা সর্বোচ্চ আদালতে একটি আবেদনপত্ৰ দাখিল করছে। এনআরসির চূড়ান্ত খসড়া প্ৰকাশ হচ্ছে আগামি ৩০ জুলাই। এনআরসির প্ৰথম দফার খসড়া প্ৰকাশিত হয়েছিল গত ৩১ ডিসেম্বর।
অসমের ট্ৰ্যান্সজেন্ডাররা এনআরসিতে নাম অন্তর্ভুক্তির দাবিতে সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হচ্ছে

Next Story