
গুয়াহাটিঃ অতিরিক্ত মুখ্যসচিব অলোক কুমার শুক্ৰবার অসমের নতুন মুখ্যসচিবের দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি বিদায়ী মুখ্যসচিব টিওয়াই দাসের কাছ থেকে নতুন মুখ্যসচিবের দায়িত্ব কাঁধে তুলে নেন। দাস গতকাল রাজ্যের পদস্থ আমলার পদ থেকে অবসর নিয়েছেন। কুমার ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস আধিকারিক। তিনি এতদিন গৃহ,রাজনৈতিক,পূর্ত,পরিবেশ ও বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পালন করছিলেন।