অসমের বিভিন্ন স্থানে বনধে ব্যাহত স্বাভাবিক জীবন

অসমের বিভিন্ন স্থানে বনধে ব্যাহত স্বাভাবিক জীবন
Published on

কোকরাঝাড়ঃ এটিএএসইউ-র(আটাসু)ডাকা অসম বনধে সোমবার কোকরাঝাড়ে মিশ্ৰ সাড়া পাওয়া গেছে। আক্ৰাসু ও ছটি সম্প্ৰদায় এই বনধের প্ৰতি সমর্থন জানায়। তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতেই এই বনধ ডেকেছিল সংগঠনটি। বনধ মোটামুটি শান্তিতেই কাটে। কোকরাঝাড়ে এদিন সরকারি কার্যালয়ে স্বাভাবিকভাবেই কাজকর্ম চলে। বেসরকারি গাড়ি চলেছে। দোকান বন্ধ ছিল। জাতীয় সড়কে পুলিশি এসকর্টের মাধ্যমে ট্ৰাকগুলি চলাচল করেছে। একই দাবিতে ডিমৌয়ে জনগোষ্ঠীয় ঐক্য মঞ্চের ডাকে বনধ পালিত হয় এদিন। জয়সাগর,ডিব্ৰুগড়,টংলা,গোলাঘাট,ডিগবয়ে বনধে ব্যাহত হয় জনজীবন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com