নয়াদিল্লিঃ অসমের ভূমিপুত্ৰদের স্বার্থের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত কেন্দ্ৰ নেবে না। স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু উত্তর পুব মহিলা ফ্ৰন্টের প্ৰতিনিধি দলকে আশ্বস্ত করে একথা বলেন। ‘সরকারের অবস্থান স্পষ্ট প্ৰথমে দেশের স্বার্থ,দল পরে। দেশের স্বার্থের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়’।