
অসমের সোনার মেয়ে হিমা দাস আজ ঘরে ফিরলেন। গুয়াহাটির বরঝাড় বিমান বন্দরে লাল কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। হিমাকে সাদরে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। আন্তর্জাতিক অঙ্গনে অসমের জন্য গৌরব বয়ে আনার সুবাদেই হিমাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ৩০ আগস্ট জাকার্তায় এশিয়ান গেমসের ৪*৪০০ মিটার রিলেতে হিমা তাঁর সঙ্গী এম আর পুভাম্মা,সরিতা গাইকোয়াড এবং ভি কে বিষমায়নকে নিয়ে সোনা জেতেন। অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস হিমাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। হিমাকে সংবর্ধনা জানাতে সরুসজাই স্টেডিয়াম ও শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিমাই দেশের প্ৰথম অ্যাথলিট যিনি আইএএএফ ২০ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।