অসমের হস্ততাঁত শিল্পীদের বিশ্বের বাজার দখলের আহ্বান মুখ্যমন্ত্ৰীর

অসমের হস্ততাঁত শিল্পীদের বিশ্বের বাজার দখলের আহ্বান মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ ‘অসমের হস্ততাঁত সামগ্ৰীর বিশ্বের বাজার দখলের ক্ষমতা রয়েছে এবং এই উদ্দেশ্যে আমাদের সেরা বিপণন কৌশলের প্ৰয়োজন। অসমের হস্ততাঁত বয়ন শিল্পীরা বরাবরই সারা বিশ্বের শ্ৰদ্ধা ও প্ৰশংসা কুড়িয়ে এসেছেন। উৎসবের মরশুমে পর্যাপ্ত ‘গামোছা(গামছা)সরবরাহের জন্য আমাদের তাঁতিদের চ্যালেঞ্জ নিতে হবে যাতে করে আমদানিকৃত গামোছা অবাঞ্চিত হয়ে পড়ে’।

মঙ্গলবার শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে চতুর্থ হস্ততাঁত দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন,বিশ্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলন ‘অ্যাডভান্টেজ অসম’ গুয়াহাটিতে আয়োজনের পর রাজ্যে একটা সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ গড়ে উঠেছে। ওই সম্মেলনে ৭৯ হাজার কোটি টাকা রাজ্যে বিনিয়োগের উদ্দেশ্যে ৭০০টির বেশি সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্ৰী রাজ্যের হস্ততাঁত শিল্পীসমাজকে তাদের উৎপাদিত হস্ততাঁত সামগ্ৰী নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার থেকে ফায়দা তুলতে পূর্বে তাকাও নীতির সম্পূর্ণ সুযোগ গ্ৰহণ করার আহ্বান জানান।তাঁতিরা যাতে ভরতুকি মূল্যে সুতো কিনতে পারেন তার জন্য হস্ততাঁত ও বস্ত্ৰবিভাগ রাজ্যে ২৭টি সুতো ব্যাংক খোলার তারিফ করেন মুখ্যমন্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com