Begin typing your search above and press return to search.

অসমের হিজবুল জঙ্গি গ্ৰেপ্তার উত্তর প্ৰদেশে

অসমের হিজবুল জঙ্গি গ্ৰেপ্তার উত্তর প্ৰদেশে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 Sep 2018 10:49 AM GMT

লখনৌঃ উত্তর প্ৰদেশ পুলিশের সন্ত্ৰাস বিরোধী স্কোয়াড(এটিএস)বৃহস্পতিবার কানপুর থেকে হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্ৰেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন হুরাইরা আকা কামরুদ্দিন নামের জঙ্গিটি অসমের হোজাই জেলার। এএসপি দীনেশ যাদব এবং ডেপুটি এএসপি দীনেশ পুরির নেতৃত্বে এটিএস-এর একটি দল এই জঙ্গিটিকে গ্ৰেপ্তার করে। এটিএস ইন্সপেক্টর জেনারেল(আইজি)অসীম অরুণ বলেছেন,এ বছর এপ্ৰিলে জঙ্গিটি একে.৪৭ রাইফেল সহ তার একটি ছবি সোসিয়েল মিডিয়ায় পোস্ট করার পরই বিষয়টি প্ৰথমবার প্ৰকাশ্যে আসে।

পুলিশ এবং এটিএস কর্মকর্তাদের সে জানিয়েছেন যে ২০১৭-এর এপ্ৰিলে সে কাশ্মীরে কিস্টওয়ারে পাহাড়ি এলাকায় জঙ্গি সংগঠনের কাছে প্ৰশিক্ষণ নিয়েছিল। অসমের একটি কলেজে স্নাতক ডিগ্ৰি নেওয়ার আগে কলেজ ছেড়েছিল সে। তবে কম্পিউটার ও টাইপিঙে ডিপ্লোমা রয়েছে তার। পুলিশ প্ৰধান(ডিজিপি)ওপি সিং একথা জানান। কানপুরের চোকার থানা এলাকার শিব নগর থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়। কর্মকর্তাটি আরও বলেন,গণেশ চতুর্থী চলাকালেই জঙ্গিরা জনাকীর্ণ স্থানে হামলা চালানোর পরিকল্পনা এঁটেছিল। শহরের একটি মন্দিরের ভিডিও ছবিও তার মোবাইলে দেখা গেছে। হিজবুল কমান্ডার তাকে ওই এলাকায় অবস্থান করে সুযোগ বুঝে আক্ৰমণ হানার জন্য পাঠিয়েছিল। এটিএস এখন জানার চেষ্টা করছে উত্তরপ্ৰদেশে সে কতদিন থেকে রয়েছে,তার আরও সহযোগী আছে কিনা এবং কোথা থেকে তহবিল পাচ্ছে ইত্যাদি বিষয়ে।

Next Story
সংবাদ শিরোনাম