অসমে অন্তঃস্বত্ত্বা বাগান শ্ৰমিকদের ১২ হাজার করে আর্থিক সাহা্য্য দেবে সরকার

অসমে অন্তঃস্বত্ত্বা বাগান শ্ৰমিকদের ১২ হাজার করে আর্থিক সাহা্য্য দেবে সরকার
Published on

গুয়াহাটিঃ অসমে চা বাগানের অন্তঃস্বত্ত্বা শ্ৰমিকরা নিজেদের সন্তানের স্বার্থে দুপয়সা রোজগারের জন্য গত কয়েক দশক ধরে বাগানে ঘাম ঝরিয়ে আসছেন। পরিবার প্ৰতিপালন করে বাগানে কাজ করার বাড়তি বোঝা টানতে হওয়ায় অন্তঃস্বত্ত্বা মহিলা ও তার সন্তানের পুষ্টিতে ঘাটতি দেখা দিচ্ছে। অপুষ্টিতে ভুগে মা ও শিশুর মৃত্যুর হার অসমের বাগানগুলিতে সবচেয়ে বেশি। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্ৰে গুরুতর এই পরিস্থিতিতে উৎকণ্ঠা প্ৰকাশ করে রাজ্য সরকার বাগানের প্ৰত্যেক অন্তঃস্বত্ত্বা শ্ৰমিককে ১২ হাজার করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যাতে এই সময়ে তাদের বাগানে কাজ করতে না হয়। রাজ্যের স্বাস্থ্য এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার এই প্ৰকল্পের কথা ঘোষণা করে বলেন,এই প্ৰকল্পটি আগামি ১ অক্টোবর সরকারিভাবে চালু করা হবে। শর্মা বলেন,বাগানের অন্তঃস্বত্ত্বা শ্ৰমিকরা আর্থিকভাবে উপকৃত হলে টাকা রোজগারের জন্য তাদের মাথা ঘামাতে হবে না এবং মাতৃ জঠরে থাকা শিশুর জন্যও তা কল্যাণকর হবে। এই প্ৰকল্প বাগানের অন্তঃস্বত্ত্বা মহিলা ও শিশু মৃত্যুর হারও হ্ৰাস করবে-বলেন শর্মা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com