অসমে আগস্টের শেষ থেকে আধার প্ৰক্ৰিয়া শুরু হচ্ছে

অসমে আগস্টের শেষ থেকে আধার প্ৰক্ৰিয়া শুরু হচ্ছে

Published on

গুয়াহাটিঃ অসমে অবশেষে আধার রূপায়ণ প্ৰক্ৰিয়া এমাসের শেষাশেষি থেকে শুরু হচ্ছে। তবে সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সাধারণ প্ৰশাসন বিভাগের(জিএডি)এক উচ্চ পদস্থ সূত্ৰ সেন্টিনেলকে বলেছে,আগস্টের শেষ থেকেই রাজ্যে আধার রূপায়ণের কাজ শুরু হচ্ছে। আশা করা হচ্ছে,এই প্ৰক্ৰিয়া বছর খানেকের মধ্যেই সম্পূর্ণ হবে।

জেলাশাসকই(ডিসি)হবেন আধার এনরোলমেণ্ট এজেন্সি এবং তাঁর প্ৰত্যক্ষ তত্ত্বাবধানে আধার রূপায়ণের কাজ চলবে। এব্যাপারে সব জেলাশাসককে জানানো হয়েছে বলে উল্লেখ করেছে সূত্ৰটি।

পুরো রাজ্যকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। নাম অন্তর্ভুক্তির জন্য ১২৪১টি কেন্দ্ৰ থাকবে। সরকারি চত্বরেই এই সব কেন্দ্ৰ স্থাপন করা হবে যেখানে বিদ্যুৎ ও অন্যান্য ন্যূনতম সু্যোগ সুবিধাগুলি রয়েছে। সংশ্লিষ্ট জেলাশাসকরা ইতিমধ্যেই এই স্থানগুলি চিহ্নিত করেছেন। নথিপত্ৰ পরীক্ষা করবেন সরকারি কর্মীরা।

নাগরিকদের সাধারণ পরিচয়ের জন্য আধার ইস্যু করার বিষয়টি বিভিন্ন দেশে ইতিমধ্যেই জনপ্ৰিয় হয়ে উঠেছে এবং ভারত ২০০৯ সালে এই প্ৰক্ৰিয়ায় যোগ দেয়। কেন্দ্ৰীয় সরকার ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(ইউআইডিএআই)স্থাপন করে। উদাই-ই আধার ইস্যু করছে। আধার হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়োমেট্ৰিক আইডি ব্যবস্থা।

রাজ্য সরকার নাগরিকদের বায়োমেট্ৰিক ও জনবিন্যাসের বিস্তারিত তথ্য সংগ্ৰহের জন্য ছটি বেসরকারি ফার্মকে তালিকাভুক্ত করেছে। ১৫ আগস্টের পর থেকে ফার্মগুলিকে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে। আধার হচ্ছে ১২ সংখ্যার একটা ইউনিক আইডেনটিফিকেশন নম্বর।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com