অসমে আধার প্ৰকল্পের কাজ ১ অক্টোবর থেকে সরকারিভাবে শুরু হচ্ছে

অসমে আধার প্ৰকল্পের কাজ ১ অক্টোবর থেকে সরকারিভাবে শুরু হচ্ছে
Published on

গুয়াহাটিঃ অবশেষে আগামি ১ অক্টোবর থেকে রাজ্যে আধার রূপায়ণ প্ৰক্ৰিয়া শুরু হচ্ছে। এই প্ৰথম সরকারের তরফ থেকে আধার প্ৰক্ৰিয়ার কাজ হাতে নেওয়া হচ্ছে রাজ্যে। সাধারণ প্ৰশাসন বিভাগ(জিএডি)ভারত সরকারের দীর্ঘ প্ৰতীক্ষিত এই প্ৰকল্পের কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই জেলাশাসকদের উদ্দেশে প্ৰয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। আধার রূপায়ণে জিএডি হচ্ছে স্টেট রেজিস্ট্ৰার এবং এক একজন জেলাশাসক হচ্ছেন এনরোলমেন্ট এজেন্সি।

জিএডি-র নির্দেশিকা অনু্যায়ী ৩৩টি জেলায় আধার রূপায়ণ কাজের অগ্ৰগতি সম্পর্কে তদারক করতে সংশ্লিষ্ট জেলাশাসকদের বলা হয়েছে। এদিকে এব্যাপারে ছটি ফার্মের সঙ্গে নিয়ম ও শর্তাবলি এবং তাদের কাজের এলাকা কী হবে সে সম্পর্কেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ফার্মগুলিকে আধার রূপায়ণ প্ৰক্ৰিয়ার সব গুরুত্বপূর্ণ কাজ এবছর ১ অক্টোবর থেকে শুরু করতে বলে দেওয়া হয়েছে। আধার প্ৰক্ৰিয়ার জন্য কী কী নথির প্ৰয়োজন হবে সেসম্পর্কেও জনগণকে সচেতন করতে অভিযান চালানো হবে। অসমে আধার রূপায়ণের জন্য এনরোলমেন্ট সেণ্টার হবে ১২৪১টি। রাজ্যের ৩.১৬ কোটির বেশি লোকের নাম আধারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্ৰে ফার্মগুলির প্ৰায় বছর খানেক সময় লাগবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com