অসমে আধার রূপায়ণের কাজ পূর্ণোদ্যমে শুরু হচ্ছে অক্টোবরের শেষে

অসমে আধার রূপায়ণের কাজ পূর্ণোদ্যমে শুরু হচ্ছে অক্টোবরের শেষে

গুয়াহাটিঃ রাজ্যে আধার কার্ড রূপায়ণের কাজ অক্টোবরের শেষাশেষি থেকে পূর্ণোদ্যমে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাজ্য রেজিস্ট্ৰার,সাধারণ প্ৰশাসন বিভাগ(জিএডি)তালিকাভুক্ত ছটি ফার্মকে ওয়র্ক অর্ডার ইস্যু করছে। এব্যাপারে গত আগস্টের শেষ থেকে কাজ শুরু হবার কথা ছিল যদিও সরকারি কিছু প্ৰক্ৰিয়ার জন্য কাজ শুরু করতে কিছু দেরি হয়ে যায়। জিএডি-র একটি সূত্ৰ আরও জানিয়েছে,আনুষ্ঠানিকভাবে ফার্মগুলির হাতে দায়িত্ব দেওয়ার পর পুরো প্ৰক্ৰিয়া শেষ করতে তাদের বছর খানেক সময় লেগে যাবে। ছটি ফার্মের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার পর কাজের শর্ত ও নিয়মাবলি তাদের হাতে সঁপে দেওয়া হবে।

আধারের কাজ নিয়ে মোট ২০টি ফার্ম ইতিমধ্যেই আবেদন করেছে। এই প্ৰকল্পের জন্য পুরো রাজ্যকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। জিএডি আধারে নাম অন্তর্ভুক্তির জন্য ১২৪১ কেন্দ্ৰ ইতিমধ্যেই চিহ্নিত করেছে। ‘এই কাজের জন্য প্ৰয়োজন হবে অতিরিক্ত তহবিলের। আমরা তহবিলের জন্য অর্থ বিভাগের কাছে প্ৰস্তাব রেখেছি’-বলেছে সূত্ৰটি। সম্প্ৰতি জিএডি এবং অতিরিক্ত জেলাশাসকদের মধ্যে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। তাঁরাই জেলা পর্যায়ে সমস্ত কাজ তদারক করবেন। জেলাশাসকই হবেন এনরোলমেন্ট এজেন্সি এবং তাঁর সরাসরি তত্ত্বাবধানে আধার রূপায়ণের কাজ চলবে। এব্যাপারে সব জেলাশাসকদের অবহিত করা হয়েছে। ইউএডিএআই ১২ সংখ্যার এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরটি ভারতীয় নাগরিকদের ইস্যু করে থাকে যাকে আধার কার্ড বলা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com