গুয়াহাটিঃ ২০১৯-এর এপ্ৰিল-মে তে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন বিভাগে জোর তৎপরতা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য প্ৰথম দফায় ১,৪০০টি নতুন ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্ৰেল(ভিভিপিএটি)মেশিন সোমবার অসমে এসে পৌঁছেছে। রাজ্যে মোট ৩৭ হাজার ভিভিপিএটির প্ৰয়োজন। ইলেক্ট্ৰনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড(ইসিআইএল)এই ভিভিপিএটিগুলি উৎপাদন করেছে। এদিকে প্ৰয়োজনীয় ৪৩,০০০ ইলেক্ট্ৰনিক ভোটিং মেশিনের(ইভিএমএস)মধ্যে ৩০ হাজার মেশিন ইতিমধ্যেই রাজ্যে এসে গেছে। দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এমএল সুরেখা বলেন,’আমরা ভিভিপিএটি ও ইভিএম মেশিনের চাহিদার কথা নির্বাচন কমিশনকে বলেছি। ১৪০০টি ভিভিপিএটি ইতিমধ্যেই গুয়াহাটি এসে গিয়েছে। প্ৰাথমিক পর্যায়ে ইভিএমগুলি পরীক্ষার কাজ সম্পন্ন করা হবে। পরে লোকসভা ভোটের আগেই দ্বিতীয় দফায় পরীক্ষার কাজ সারা হবে।
Begin typing your search above and press return to search.