Begin typing your search above and press return to search.

অসমে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের সময়সীমা বাড়িয়ে ৩০ জানুয়ারি করল নির্বাচন কমিশন

অসমে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের সময়সীমা বাড়িয়ে ৩০ জানুয়ারি করল নির্বাচন কমিশন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Jan 2019 10:00 AM GMT

গুয়াহাটিঃ অসমে আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন বিভাগ মোটামুটি প্ৰস্তুত থাকা সত্ত্বেও ভারতের নির্বাচন কমিশন রাজ্যে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের চরম সময়সীমা এ বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সম্প্ৰসারণ করেছে। যদিও এরআগে রাজ্যে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের কথা ছিল ২০১৯-এর ৪ জানুয়ারি। রাজ্যে সাম্প্ৰতিককালে ভোটার তালিকা সংশোধনের কাজে কিছুটা মন্থরতা চলায় অসমের নির্বাচন বিভাগ চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের জন্য সময়সীমা বাড়াতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায়। চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকার ভিত্তিতেই রাজ্যে পরবর্তী লোকসভা নির্বাচন পরিচালনা করা হবে। ২০১৯ সালে অসমের সচিত্ৰ ভোটার তালিকার খসড়ায় মোট ভোটার রয়েছেন ২,১৪,১৬,৪৮৭ জন। এরমধ্যে ১,০৯,০৫,৪৮৪ জন পুরুষ,১,০৩,৪১,২১৪ জন মহিলা এবং ৪৩৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। কামরূপ মহানগর জেলার দিশপুর বিধানসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ৩৭২,০৬২ জন ভোটার রয়েছে। সবচেয়ে কম ১,০৫,৩৪৯ জন ভোটার রয়েছেন শিবসাগর জেলার থাওরা বিধানসভা কেন্দ্ৰে।

অন্যদিকে,অসমের নির্বাচন বিভাগ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনার জন্য মোটামুটি প্ৰস্তুত হয়েই রয়েছে। রাজ্যের ১৪টি লোকসভা কেন্দ্ৰের নির্বাচন পরিচালনার জন্য প্ৰয়োজনীয় ইলেকট্ৰনিক ভোটিং মেশিন(ইভিএম)এবং ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্ৰেইল(ভিভিপিএটি)মেশিন ইতিমধ্যেই নির্বাচন বিভাগের হাতে এসে পৌঁছেছে। সংসদের আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩৩ হাজার ইভিএম এবং ৩৮ হাজার ভিভিপিএটি-র প্ৰয়োজন।

Next Story
সংবাদ শিরোনাম