গুয়াহাটিঃ অসমের নির্বাচন বিভাগ রাজ্যে ভোটগ্ৰহণ কেন্দ্ৰের সংখ্যা বৃদ্ধির যে প্ৰস্তাব রেখেছিল,ভারতের নির্বাচন কমিশন(ইসি)তা অনুমোদন করেছে। নির্বাচন কমিশনের এই অনুমোদনের প্ৰেক্ষিতে রাজ্যে আরও ৮৭৬টি নতুন ভোটগ্ৰহণ কেন্দ্ৰ হচ্ছে। এরফলে অসমে ভোট কেন্দ্ৰের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৮,১৪৩টি। ২০১৮ সালের ফেব্ৰুয়ারি অবধি রাজ্যে ভোটগ্ৰহণ কেন্দ্ৰের সংখ্যা ছিল ২৭,২৬৭টি।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী,গ্ৰামাঞ্চলের একটি ভোটকেন্দ্ৰে ভোটার সংখ্যা ১২০০ ও শহরাঞ্চলের প্ৰতি ভোট কেন্দ্ৰে ১৪০০-র বেশি ভোটার সংখ্যা হওয়া উচিত নয়। রাজ্যে ভোট কেন্দ্ৰের সংখ্যা বৃদ্ধির এই ব্যবস্থা সবদিক থেকেই যুক্তিগ্ৰাহ্য হবে। এরফলে ভোটকেন্দ্ৰ ও ভোটারের আনুপাতিক হারেও সমতা আসবে। রাজ্যে খসড়া ভোটার তালিকা প্ৰকাশ করা হবে আগামি ১৬ সেপ্টেম্বর। দাবি,ওজর আপত্তি এবং শুনানির পর চূড়ান্ত ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০১৯-এর ৪ জানুয়ারি। সংশোধিত এই ভোটার তালিকার ভিত্তিতেই রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।